ব্যস্ত নগরীতে এক টুকরো নিসর্গ
রাজধানীতে বিভিন্ন স্পটে রয়েছে বেশ কিছু নার্সারি। এই নার্সারিগুলো থেকে গাছ কিনে প্রকৃতিপ্রেমী নগরবাসীরা বাড়ির সম্মুখে কিংবা ছাদে বাগান করছেন। শিশু একাডেমীর সামনে রয়েছে একটি নার্সারি।
-
রাজধানীর শিশু একাডেমীর সামনে একটি নার্সারি রয়েছে। এটি শুধু নার্সারি নয় যেন ব্যস্ত নগরীতে এক টুকরো নিসর্গ।
-
রাজধানীতে বিভিন্ন স্পটে রয়েছে বেশ কিছু নার্সারী। এই নার্সারিগুলো থেকে গাছ কিনে প্রকৃতিপ্রেমীরা বাড়ির সম্মুখে কিংবা ছাদে বাগান করছেন। শিশু একাডেমীর সামনের এই নার্সারিতে প্রতিদিনই গাছ বিক্রি হচ্ছে।
-
গাছের পরিচর্যা করছেন এই নার্সারির একজন কর্মচারী। প্রতিটি গাছেরই নিবিড় পরিচর্যা করে করে ক্রেতাদের হাতে তুলে দেন।
-
গাছ বিক্রিতে ব্যস্ত নার্সারির লোকজন। বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সৌন্দর্য বৃদ্ধির জন্য এই নার্সারি থেকে গাছ কিনে নিয়ে যাওয়া হচ্ছে।
-
এ ধরনের নার্সারি রাজধানীর সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই অনেকের কর্মসংস্থানেরও ব্যবস্থাও হচ্ছে।
-
বিভিন্ন জাতের ফুল গাছের পাশাপাশি অনেক ফলের গাছও এই নার্সারীতে পাওয়া যাচ্ছে।