পাহাড়ধসের কারণে পর্যটকদের ভিড় নেই বান্দরবানে
পাহাড়ধসের কারণে দেশের অন্যতম পর্যটন এলাকা বান্দরবানে পর্যটকদের ভিড় নেই বললেই চলে।
-
পাহাড়ধসের কারণে দেশের অন্যতম পর্যটন এলাকা বান্দরবানে পর্যটকদের ভিড় নেই বললেই চলে। ছবি : সৈকত দাশ
-
অন্যান্যবারের ন্যায় এবার আর প্রাকৃতিক নৈসর্গিক এ লীলভূমিতে লোকের ভিড় নেই। স্বল্পসংখ্যক পর্যটক ঘুরতে এলে তারা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারছে। ছবি : সৈকত দাশ
-
সবুজের চাদরে ঢাকা প্রকৃতিকে দেখার আর সারি সারি পাহাড়ের ওপর দিয়ে মেঘের ভেলা ভেসে বেড়ানোর দৃশ্য উপভোগ করছেন থেকে ভ্রমণ পিপাসুরা। ছবি : সৈকত দাশ
-
পাহাড়ের সঙ্গে মেঘের লুকোচুরি খেলা এবং মেঘ উড়ে যাবার দৃশ্য দেখার জন্য পর্যটকরা ভিড় করেন নীলাচল ও নীলগিরি পর্যটন কেন্দ্রে। ছবি : সৈকত দাশ
-
তিন পার্বত্য জেলায় টানা বর্ষণে সরকারি হিসেবে পাহাড়ধসে ১২১ জনের প্রাণহানির ঘটনায় পাল্টে দিয়েছে পার্বত্য জেলার পর্যটনের চিত্র। ছবি : সৈকত দাশ
-
প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পর্যটনকেন্দ্রগুলোতে পর্যটকরা সবচেয়ে বেশি ভিড় জমান ঈদের ছুটিতে। ছবি : সৈকত দাশ