ঈদকে ঘিরে লক্কর-ঝক্কর লঞ্চ মেরামত
প্রতি ঈদের ন্যায় এবারের ঈদেও লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন লঞ্চগুলোকে মেরামত করা হচ্ছে। লঞ্চ মেরামতের ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
প্রতি ঈদের ন্যায় এবারের ঈদেও লক্কর-ঝক্কর ফিটনেসবিহীন লঞ্চগুলোকে মেরামত করা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বুড়িগঙ্গা নদীর তীরের ডকগুলোতে লক্কর-ঝক্করসহ ফিটনেসবিহীন শতাধিক লঞ্চে রঙ লাগানো হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এসব ফিটনেসবিহীন লঞ্চগুলো যোগ হবে সদরঘাট থেকে দেশের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া ৪১টি রুটে। ফিটনেসবিহীন লঞ্চগুলো ঘরমুখো মানুষদের নিয়ে যে কোনো ধরণের দুর্ঘটনার পড়ার সম্ভাবনা রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
লঞ্চে রঙ লাগানোর কাজে ব্যস্ত এক রঙ মিস্ত্রী। বুড়িগঙ্গা নদীর পাড়ে কেরানীগঞ্জের রহমান সাহেবের ডক, তৈল ঘাটসহ বিভিন্ন ডকে শতাধিক লঞ্চ মেরামতের কাজ চলছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ভাঙ্গা লঞ্চে ঝালাইয়ের কাজ করা হচ্ছে। ডকে শতাধিক লঞ্চ জোড়া-তালি দিয়ে ও রঙ করে যাত্রী চলাচলের উপযোগী করা হচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ