বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিচ্ছে যে গাভী
বাচ্চা প্রসব ছাড়াই দুধ দিচ্ছে শরীয়তপুরের একটি গাভী। এবারের অ্যালবামে থাকছে সেই গাভীর ছবি।
-
বাচ্চা ছাড়াই দুধ দিচ্ছে একটি অস্ট্রেলিয়ান গাভী। ঘটনাটি ঘটেছে শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের পশ্চিম পরশর্দি গ্রামের মো. হাবিবুর রহমান খানের বাড়িতে। ছবি : মো. ছগির হোসেন
-
গাভীর মালিক মো. হাবিবুর রহমান সদর উপজেলার আংগারিয়া উপস্বাস্থ্য কেন্দ্রের হেল্থ অফিস সহকারী। ছবি : মো. ছগির হোসেন
-
২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে গাভীটি ক্রয় করেন ক্রয় করা হয়। তখন গাভীর বয়স ছিল ১ বছর ১ মাস। এখন গাভীর বয়স ২ বছর ৩ মাস। ছবি : মো. ছগির হোসেন
-
২০১৭ সালের ৫ মার্চ গাভীর হিট আসলে প্রজনন ইঞ্জেকশন দেয়া হয়। ১৫ মার্চ গাভীর জ্বর আসে এবং গাভীর দুধ (বান) চাকা হয়ে যায়। বানে দুধ আসে। ছবি : মো. ছগির হোসেন
-
২ মাস যাবত বাচ্চা ছাড়াই প্রতিদিন দুই কেজি করে দুধ দিচ্ছে গাভীটি। এলাকাবাসী এ ঘটনা শুনে গাভীটির দুধ টানা দেখতে ভিড় জমাচ্ছেন মো. হাবিবুর রহমান খানের বাড়িতে। ছবি : মো. ছগির হোসেন
-
বাচ্চা প্রসব ছাড়া দুধ দেয়া এ গাভি দেখতে প্রাতিদিন অনেক লোক আসছেন। ছবি : মো. ছগির হোসেন
-
হরমনের পরিবর্তনের কারণে বাচ্চা প্রসব ছাড়া গাভীটি দুধ দিতে পারে বলে জানান শরীয়তপুর পশু হাসপাতালের কৃত্রিম প্রজনন সহকারী মো. রওশন আলী। ছবি : মো. ছগির হোসেন