গাছে কাঁঠাল
মধুমাস জ্যৈষ্ঠের অন্যতম রসালো ফল হচ্ছে কাঁঠাল। এ অ্যালবামের কাঁঠালের ছবি তোলা হয়েছে পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর থেকে।
-
মধুমাস জ্যৈষ্ঠের অন্যতম রসালো ফল হচ্ছে কাঁঠাল। এবারের অ্যালবামের ছবি পাবনা সদর উপজেলার চর আশুতোষপুর থেকে তোলা হয়েছে। ছবি : রুহুল আমিন রয়েল
-
পাবনা সদর এলাকাতে এবছর কাঁঠালের ভালো ফলন হয়েছে। ছবি : রুহুল আমিন রয়েল
-
সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে এসব কাঁঠাল গাছ রোপণ করা হয়েছে। ফলন ভালো হওয়াতে এলাকার সবাই আনন্দিত। ছবি : রুহুল আমিন রয়েল
-
সবুজ পাতার নিচে ঝুলে আছে থোকায় থোকায় কাঁঠাল। এ দৃশ্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। ছবি : রুহুল আমিন রয়েল
-
আর কদিন পরেই গাছের এসব কাঁঠাল খাওয়ার উপযোগী হবে। জ্যৈষ্ঠের রসালো এই ফলটি সবার মন ভরাবে। ছবি : রুহুল আমিন রয়েল
-
কথায় আছে ‘গাছে কাঁঠাল গোঁফে তেল’- জ্যৈষ্ঠ মাসে এটি আর কথার কথা থাকে না। গাছে কাঁঠাল দেখলে এ কথা সবাই বলতেই পারে। ছবি : রুহুল আমিন রয়েল