রাষ্ট্রীয় শ্রদ্ধায় বিদায় কবি রফিক আজাদ
গার্ড অব অনার ও ফুলেল শ্রদ্ধায় সিক্ত কবি রফিক আজাদ।
-
সদ্য প্রয়াত একুশে পদকপ্রাপ্ত কবি ও বীর মুক্তিযোদ্ধা রফিক আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আজ সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে কবির মরদেহের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয় কবির মরদেহ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
মরদেহে রাষ্ট্রীয় সম্মান জানানোর সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, কবি পরিবারের সদস্যবৃন্দ, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, কবিতা পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ প্রমুখ। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
রফিক আজাদের মৃত্যুতে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সবাই ছুটে গেছেন কবিকে শেষবারের মতো এক পলক দেখবেন বলে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পর কবির মরদেহ নিয়ে যাওয়া হয়েছে কবির প্রিয় স্থান বাংলা একাডেমিতে। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
শনিবার (১২ মার্চ) দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মারা যান কবি রফিক আজাদ। এর আগে তিনি গত ফেব্রুয়ারি থেকে ওই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ।
-
আজ (১৪ মার্চ) বিকেল ৩টা ৫৫ মিনিটে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবির দাফন সম্পন্ন হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ।