রাস্তার শরবতে গরমের প্রশান্তি
রাজধানীসহ দেশেজুড়ে চলছে গ্রীষ্মের দাবদাহ। এই গরমে রাস্তার ফুটপাতে তৈরি শরবত খেয়ে পথচারীরা প্রশান্তির পরশ পেতে চাইছে। এবারের অ্যালবামে থাকছে রাস্তায় শরবত তৈরির ছবি।
-
রাজধানীসহ দেশেজুড়ে চলছে গ্রীষ্মের দাবদাহ। এই গরমে রাস্তার ফুটপাতে তৈরি শরবত খেয়ে পথচারীরা প্রশান্তির পরশ পেতে চাইছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
চলার পথে রাস্তাঘাটে হাঁপিয়ে ওঠা নগরবাসী গলা ভেজাতে পান করছেন বরফ মিশ্রিত বিভিন্ন শরবত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
তীব্র গরমে পিপাসিত মানুষের প্রাণ খোঁজে একটু প্রশান্তির। এ জন্য ঠান্ডা পানির কোনো বিকল্প নেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এসব শরবত সাময়িক স্বস্তি মিললেও ডায়রিয়াসহ পানিবাহিত রোগের মূল কারণ এ শরবত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শরবত বিক্রিতে ব্যস্ত এই শরবত বিক্রেতা। ছবি : বিপ্লব দিক্ষিৎ