বিছনাকান্দির অপরূপ সৌন্দর্য
দেশের নৈসর্গিক সৌন্দর্যের অন্যতম লীলাভূমি সিলেট। সিলেটে রয়েছে অনেক দর্শনীয় স্থান। বিছনাকান্দি এসব দর্শনীয় স্থানের অন্যতম। এবারের অ্যালামে থাকছে বিছনাকান্দির ছবি।
-
সিলেটের বিছনাকান্দি দেশের অন্যতম পর্যটন কেন্দ্র। প্রতিদিন এখানের চোখজুড়ানো সৌন্দর্য দেখতে দেশের নানাপ্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা এ জায়গা এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা এ জায়গা এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
পাথর বিছানো বিস্তীর্ণ প্রান্তরের উপরে বয়ে চলা মেঘালয়ের পাহাড়ি ঝরনাধারা বিছনাকান্দির মূল আকর্ষণ। এর সৌন্দর্যের টানে ভ্রমণ পিপাসুরা বারবার ছুটে আসেন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
পর্যটকদের পদচারণায় মুখর বিছনাকান্দি। জাফলংয়ের সৌন্দর্যের সঙ্গে বিছনাকান্দির অনেকটাই মিল রয়েছে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
পাহাড়ের সবুজ প্রকৃতি সর্বদা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে। বিছনাকান্দির এই অপরূপ সৌন্দর্য নিমেষেই মনকে ভালো করে দেয়। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
বিছনাকান্দিতে পাথর-জলের দৃশ্য মুগ্ধ হওয়ার মতো। এখানে পাথরের বিছানার উপরে পাশের পাহাড় থেকে অনবরত স্বচ্ছ পানির ধারা বহমান। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
এখানের সৌন্দর্য দর্শনে এলে সবাই মুহূর্তকে ক্যামেরাবন্দি করে রাখতে চান। তাই তো সবাই ছবি তুলতে ব্যস্ত। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
বিছনাকান্দি বেড়াতে এলে সাঁতার জানা না থাকলে এ ভ্রমণে অবশ্যই লাইফ জ্যাকেট নেয়া উচিৎ। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
পাথর আর জলে মাখামাখি করছে। স্বচ্ছ এই জল দেখলে যে কারো গা ভেজাতে ইচ্ছে করবে। ছবি : রবিউল ইসলাম পলাশ