বাবুরাম সাপুড়ে
আমাদের দেশের সাপুড়েদের বৈচিত্রময় জীবন।
-
‘বাবুরাম সাপুড়ে, কোথা যাস্ বাপুরে? আয় বাবা দেখে যা, দুটো সাপ রেখে যা !’ সুকুমার রায়ের এই ছড়াটি শৈশবে অনেকেই মুখস্থ করেছি আমরা। সাপ নিয়ে অনেক মজার মজার কথা এতে বর্ণনা করা হয়েছে। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
‘যে সাপের চোখ নেই, শিং নেই নোখ্ নেই, ছোটে না কি হাঁটে না,’- তবে এই সাপের কিন্তু চোখ আছে। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
‘করে নাকো ফোঁস ফাঁস, মারে নাকো ঢুঁশঢাঁশ, নেই কোনো উৎপাত’- সত্যিই ছড়ার মত এই সাপ অনেক গুণধর। আর তা না হলে খেলা দেখানো সম্ভব হতো না। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
সাপের খেলা দেখে দুই শিশু ভয় মিশ্রিত আনন্দ পেয়েছে। তাই তো একুট দূরে দাঁড়িয়ে কৌতূহলী দৃষ্টিতে সাপের খেলা দেখছে। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
তন্ত্রমন্ত্র পড়ে সাপকে বশে এনেছেন সাপুড়ে। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
সাপটিও বুঝি খেলা দেখতে আসা দর্শকদের দেখছে। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।
-
সাপের খেলা দেখে কেউ হাসছে, আবার কেউ ভয়ে মুখ চেপে ধরেছে। সম্প্রতি কামরাঙ্গির চর এলাকা থেকে ছবিটি তুলেছেন বিপ্লব দিক্ষিৎ।