২৭৬ বছরের পুরনো বজরা শাহী মসজিদ
আপডেট: ০৩:০১ পিএম, ১১ মে ২০১৮
নোয়াখালীর ২৭৬ বছরের পুরনো বজরা শাহী মসজিদ নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
মোঘল আমলের স্থাপত্য শিল্পের স্মৃতি বহনকারী ২৭৬ বছরের পুরনো নোয়াখালীর ১৫ কিলোমিটার অদূরে অবস্থিত বজরা শাহী মসজিদ।
-
দিল্লি শাহী মসজিদের আদলে নির্মিত এ মসজিদটি ১১৫৪ হিজরি, ১১৩৯ বাংলা মোতাবেক ১৭৪১ ইংরেজি সালে নির্মিত হয়।
-
মোগল সম্রাট মুহাম্মদ শাহের আমলে জমিদার আমান উল্লাহ’র তদারকিতে বজরা শাহী মসজিদটি নির্মাণ করা হয়।
-
স্থাপত্য শিল্পের সুপ্রাচীন নির্দশন বহনকারী মসজিদটি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বজরা গ্রামে অবস্থিত।
-
মসজিদের ভিত্তিকে মজবুত করার লক্ষে প্রায় ২০ফুট মাটির নিচ থেকে ভিত্তি স্থাপন করা হয়। সুদৃশ্য মার্বেল পাথর দ্বারা গম্বুজগুলোর সৌন্দর্য বৃদ্ধি করা হয়।