মায়ের আঁচল তলে স্নেহের ছায়া
প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার যথাযোগ্য মর্যাদার সঙ্গে বিশ্বজুড়ে মা দিবস পালন করা হয়। এবারের অ্যালবামে থাকছে ছিন্নমূল মায়েদের ছবি।
-
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশ্রয়স্থল হচ্ছে মায়ের কোল। যে কোনো পেশার কিংবা শ্রেণির মায়ের আঁচল তলে সন্তানের থাকে স্নেহের ছায়া। ছবি : দিপ্লব দিক্ষিৎ
-
সন্তান কোলে নিয়ে একজন ছিন্নমূল মা বসে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এ ছবি তুলেছেন আলোকচিত্রী দিপ্লব দিক্ষিৎ। ছবি : দিপ্লব দিক্ষিৎ
-
‘মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই’- সত্যিই মায়ের এই ভালোবাসার কোনো তুলনা নেই। ছবি : দিপ্লব দিক্ষিৎ
-
মায়ের চুল বিলি কেটে দিচ্ছে এই শিশুটি। এমন দৃশ্য দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়।
-
সন্তানকে কোলে নিয়ে আদর করছে মা। কষ্টে জীবন কাটলেও সন্তানকে ভালোবাসা দিতে একটু কার্পণ্য করেছেন না মা। ছবি : দিপ্লব দিক্ষিৎ
-
মায়ের আঁচল তলে স্নেহের ছায়া। জীবন যুদ্ধের শত বাধা উপেক্ষা করে সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য চেষ্টা চালাচ্ছেন এই মায়েরা। ছবি : দিপ্লব দিক্ষিৎ