চোখজুড়ানো মিঠাপুকুর বড় মসজিদ
রংপুরের দৃষ্টিনন্দন মিঠাপুকুর বড় মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদফতরের তালিকাভুক্ত প্রাচীন স্থাপনা মিঠাপুকুর বড় মসজিদ। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় এ প্রাচীন মসজিদটি অবস্থিত।
-
ধারণা করা হয় মোঘল আমলের শেষ দিকে মিঠাপুকুর বড় মসজিদটি নির্মিত হয়েছে।
-
মিঠাপুকুর বড় মসজিদটি রংপুর শহর থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে রংপুর ও বগুড়া মহাসড়কের ওপর অবস্থিত।
-
মিঠাপুকুর উপজেলা সদরে অবস্থিত বলে এ মসজিদকে মিঠাপুকুর বড় মসজিদ বলে অভিহিত করা হয়।
-
প্রায় ২৫ একর আয়তনের বিশাল জলাশয়ের নাম মিঠাপুকুর। এ জলাশয় বা দিঘীর নামানুসারে স্থানের নামকরণ করা হয়েছ মিঠাপুকুর। মসজিদটিও জলাশয় সংলগ্ন।
-
মসজিদের চারপাশে রয়েছে সুরম্য গেটসহ অনেক পুরো বাউন্ডারি দেয়াল। দেয়ালের অভ্যন্তরে রয়েছে খোলা আঙ্গিনা।
-
মসজিদের চার কোণায় পিলারের ওপর রয়েছে চারটি মিনার। মিনারগুলো আট কোণাকারে নির্মিত। মিনারগুলো ছাদের কিছু উপরে উঠে গম্বুজ আকৃতিতে শেষ হয়েছে।
-
মসজিদে প্রবেশের জন্য রয়েছে কারুকার্য খচিত তিনটি প্রবেশ দ্বার। মসজিদের মধ্যের প্রবেশদ্বারের দু পাশের পিলারের ওপরও রয়েছে ছোট দুটি মিনার।