ইবিতে কৃষ্ণচূড়া ও জারুলের সমাহার
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কৃষ্ণচূড়া ও জারুলের সমাহার দেখলে চোখ জুড়িয়ে যাবে। কৃষ্ণচূড়া ও জারুল ফুলের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
‘কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে’ এই গানটি মনে পড়বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এলে। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ
-
কৃষ্ণচূড়া গাছের সবুজের সমাহারের মাঝে রক্তিম আভা। যা দেখে মনে হয় কৃষ্ণচূড়া গ্রীষ্মেরই ফুল। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ
-
গ্রীষ্মের ক্লান্ত পথিককে একটু শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায় কৃষ্ণচূড়া। কিছুক্ষণের জন্য মিশিয়ে দেয় প্রকৃতির সঙ্গে। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ
-
কিন্তু গ্রীষ্মেও প্রচণ্ড খরতাপের মাঝে একটু শান্তির পরশ বোলানো বেগুনি রঙের বিচ্ছুরণ ছড়ানো নয়নাভিরাম জারুল। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ
-
ইসলামী বিশ্ববিদ্যালয় যেন কৃষ্ণচূড়ার ক্যাম্পাস। গ্রীষ্মের শুরুতেই আবির রঙে রেঙেছে পুরো ক্যাম্পাস।
-
গ্রীষ্মের কৃষ্ণচূড়ার রক্তিম আভা, জারুলের বেগুনি পাপড়ির নমনীয় কোমলতা আর দৃষ্টিনন্দন বর্ণোচ্ছটা নিয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে সাজিয়ে তোলে। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ
-
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং সংলগ্ন অন্তত ১১টি গাছে ফুটেছে গ্রীষ্মের শ্রেষ্ঠ উপহার জারুল ফুল। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ
-
প্রকৃতির অপার সৌন্দর্যের আধার এই জারুল ফুলটির নাম জানেন না আজকের প্রজন্মের অনেকে। ছবি : ফেরদাউসুর রহমান সোহাগ