হাওর যেন এক অচেনা অথৈ সাগর!
হঠাৎ ডুবেছে হাওর। পানিতে কানায় কানায় পরিপূর্ণ হাওরকে অথৈ সাগরের মত মনে হয়। এবারের অ্যালবামে থাকছে হাওরের ছবি।
-
হাঠাৎ পানিয়ে ডুবেছে হাওর। পানিতে কানায় কানায় পরিপূর্ণ হাওরকে অথৈ সাগরের মত মনে হয়। ছবি : মাহবুব আলম
-
দিগন্ত ছুঁয়েছে হাওরের আকাশ। মেঘের বুক চিড়ে সূর্য উঁকি দিচ্ছে। মেঘের ছায়ায় কালো দেখাচ্ছে হাওরের জল। ছবি : মাহবুব আলম
-
হাওরের বানের জলে মাছ ধরতে ব্যস্ত তারা দুজন। ছবি : মাহবুব আলম
-
দেশের হাওর অঞ্চল বুকভরা জল নিয়ে অঝোরে কাঁদছে! কাঁদছে সর্বশান্ত হয়ে যাওয়া হাওরের লাখো মানুষ। এখন বেঁচে থাকার আকুতি নিয়ে প্রহর গুণছেন তারা। ছবি : মাহবুব আলম
-
হাওরের জল আর দুস্থ মানুষের চোখের লোনা জল মিলেমিশে একাকার। যে বেলায় গোলায় ধান ভরার কথা, সে বেলায় অশ্রুতে বুক ভাসাচ্ছে হাওরবাসী। ছবি : মাহবুব আলম
-
হাওরের বানের জলে ভেসে বেড়াচ্ছে হাঁস। ছবি : মাহবুব আলম
-
এত কান্না, এত দুঃখ! তবুও যেন হাওরের রূপ ধরে না। সুন্দরী রমনীর অশ্রুসিক্ত নয়নে যে আবেগ, রূপ প্রকাশ পায়, তাই মিলছে এখন হাওরে। ছবি : মাহবুব আলম