দিনাজপুরের লিচুর রাজ্য
লিচুর রাজ্য দিনাজপুরের লিচু বাগানের ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
আবহাওয়া অনুকুলে থাকলে দিনাজপুরে এবার হাজার কোটি টাকার লিচু উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ছবি : এমদাদুল হক মিলন
-
দিনাজপুরে এখন যে দিকেই তাকাবেন সেদিকেই চোখে পড়বে থেকায় থোকায় লিচু। কচি লিচু যেন এক সবুজ ফলের সমারহ। ছবি : এমদাদুল হক মিলন
-
এখন পর্যন্ত কোনো প্রকার দূর্যোগপূর্ণ পরিবেশে পড়তে হয়নি লিচু চাষিদেরকে। তাই লিচু চাষিরা স্বপ্ন দেখছে রেকর্ড পরিমাণ লিচু উৎপাদনের। ছবি : এমদাদুল হক মিলন
-
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, দেশের মানুষের কাছে রসগোল্লা হিসেবে পরিচিত লিচু চাষে দিনাজপুরে রীতিমত বিপ্লব ঘটেছে। ছবি : এমদাদুল হক মিলন
-
২০১২ সালে দিনাজপুরে ১ হাজার ৫ শত হেক্টর জমিতে লিচু চাষ হতো। যা বছর বছর বৃদ্ধি পেয়ে ২০১৭ সালে এসে দাঁড়িয়েছে ৪ হাজার ১৮০ হেক্টরে। ছবি : এমদাদুল হক মিলন
-
মোট উৎপাদনের ২০% দিনাজপুর জেলায় ও ৮০% দেশের বিভিন্ন জেলাসহ বিদেশে বিক্রি হয়ে থাকে। ছবি : এমদাদুল হক মিলন
-
দিনাজপুরের লিচুর মধ্যে চায়না থ্রি, বেদেনা, বোম্বাই ও মাদ্রাজি, কাঠালী উল্লেখয্যেগ্য। আবহাওয়া অনুকূলে থাকার কারণে এবার এসব প্রজাতির লিচুর বাম্পার ফলনের আশা করছে চাষীরা। ছবি : এমদাদুল হক মিলন