ডুবে যাওয়া আধাপাকা ধান তুলছে হাওরের কৃষক
হাওরের কৃষকদের মনে বিষাদের ছায়া। তারা ডুবে যাওয়া আধাপাকা ধান তুলছেন। এবারের অ্যালবামে থাকছে হওয়ারের ধান তোলার দৃশ্য।
-
হাওরের কৃষকদের মনে বিষাদের ছায়া। তারা ডুবে যাওয়া আধাপাকা ধান তুলছেন। সুনামগঞ্জের তারিপুর থেকে এ ছবি তুলেছেন আলোকচিত্রী মাহবুব আলম।
-
পানিতে তলিতে যাবে এই ভয়ে কাঁচা ধান কাটতে ব্যস্ত কৃষকরা। ছবি : মাহবুব আলম
-
বানের পানিতে ডুবে যাওয়া ধান তুলতে ব্যস্ত এই কৃষক। পানিতে ডুবে যাওয়ায় ধান প্রায় পচে গিয়েছে।ছবি : মাহবুব আলম
-
কাঁচা ধান মাড়াই করে তা বস্তাবন্দিও করছেন বৃদ্ধ কৃষক। ছবি : মাহবুব আলম
-
ধানের দেখা মিলছে বটে, তবে তাতে রূপ মিলছে না। সোনার ধানে সোনার রূপ নেই। সবুজ রঙই ভর করে আছে তাতে। ছবি : মাহবুব আলম
-
বাসুদেব নামের এক চাষী বলেন, ‘তেল-সার খরচ করে কেউ এমন সবুজ ধান কাটে? কষ্টে বুক ফেটে যাচ্ছে। এ ধান থেকে কিছুই হবে না। এ চালের ভাতও খাওয়া যাবে না।’ ছবি : মাহবুব আলম
-
পরিবারের সব সদস্যদের নিয়ে কাঁচা ধান মাড়াই শেষে সংরক্ষণ করছেন এই কৃষক। ছবি : মাহবুব আলম