মালিবাগের রাস্তা নয় যেন এক নদী!
রাজধানীর মালিবাগের রাস্তা যেন এক নদী! এ রাস্তার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীতে দুর্ভোগ-ভোগান্তির আরেক নাম মালিবাগ-মৌচাক রাস্তা। একটু বৃষ্টি হলেই পানি আটকে এ রাস্তা নদীতে পরিণত হয়। ছবি :বিপ্লব দিক্ষিৎ
-
রাস্তায় পানি আটকে থাকার ফলে মালিবাগের এ রাস্তায় তীব্র যানজট লেগে থাকে। ছবি :বিপ্লব দিক্ষিৎ
-
মালিবাগের এ রাস্তা ভাঙা, এবড়ো-থেবড়ো ও খানাখন্দে ভরপুর। একটু বৃষ্টি হলেই পানি জমে একাকার হয়ে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এ এলাকার ফ্লাইওভারের নির্মাণ কাজের কারণে যানবাহন চলছে ধীরগতিতে। বৃষ্টি হলেই এ রাস্তারা চেহারা পাল্টে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সরেজমিন দেখা যায়, মগবাজার মোড় থেকে শুরু করে মৌচাক, মালিবাগ ও শান্তিনগর এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। পুরো এলাকার রাস্তায় প্রচুর কাদাপানি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এর সঙ্গে আবার কোথাও স্যুয়ারেজের পানি উপচে পড়ছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে। এ সময় একটু ভোগান্তি মেনে নিতে হবে। ছবি :বিপ্লব দিক্ষিৎ