এ বছর সাতক্ষীরায় বেড়েছে আমের ফলন
এ বছর সাতক্ষীরায় বেড়েছে আমের ফলন। অ্যালবামে দেখে আসুন সাতক্ষীরার আমগাছ।
-
সাতক্ষীরায় এ বছর আমের ফলন বেড়েছে। জেলার বিভিন্ন এলাকার প্রায় প্রতিটি গাছেই কমবেশি আম ধরেছে। ছবি : আকরামুল ইসলাম
-
চলতি বছর যদি দাম পাওয়া যায় তবে গত বছরের ক্ষতি পুষিয়ে যাবে এমনটাই জানালেন আম ব্যবসায়ীরা। ছবি : আকরামুল ইসলাম
-
আশপাশের এলাকাঘুরে দেখা যায়, আম চাষিরা ব্যস্ত বাগান পরিচর্যায়। তারা আশা করছেন, অন্য বছরের তুলনায় এবার আরও ভালো ফলন পাবেন। ছবি : আকরামুল ইসলাম
-
পাঁচ বছর ধরে এই অঞ্চলে আমের উৎপাদন ক্রমেই বেড়েছে। ছবি : আকরামুল ইসলাম
-
আম ব্যবসায়ী ইদ্রিস আলী মোড়ল জাগো নিউজকে বলেন, গত বছর আম খুব কম হয়েছিল। যার কারণে লাভ দূরের কথা খরচের টাকাটা পর্যন্ত উঠেনি। ছবি : আকরামুল ইসলাম
-
এই অঞ্চলের দামি আমগুলোর মধ্যে রয়েছে গোপালভোগ, হিমসাগর ও ল্যাংড়া। এই তিন প্রকার আমের চাহিদা সব সময় যেমন বেশি তেমন দামও বেশি। ছবি : আকরামুল ইসলাম
-
সাতক্ষীরার হিমসাগর আম বিদেশে রফতানি হয়। ইউরোপ, জার্মানি, ইতালি ও ইউকেতে এখান থেকে প্রতিবছর আম পাঠানো হয়। ছবি : আকরামুল ইসলাম