ছোট সোনা মসজিদ সুলতানি আমলের রত্ন
চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ সুলতানি আমলের রত্ন। এ মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। এ মসজিদটিকে বলা হয় ‘সুলতানি স্থাপত্যের রত্ন’।
-
সুলতান আলাউদ্দিন শাহের রাজত্বকালে (১৪৯৩-১৫১৯ খ্রিষ্টাব্দ) মনসুর ওয়ালি মোহাম্মদ বিন আলি নামে এক ব্যক্তি এ মসজিদটি নির্মাণ করেন।
-
চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদটির বর্তমান বয়স ৫০০ বছরের বেশি।
-
মসজিদটি উত্তর-দক্ষিণে ৮২ ফুট লম্বা ও পূর্ব-পশ্চিমে ৫২.৫ ফুট চওড়া। উচ্চতা ২০ ফুট।
-
মসজিদের চারকোণে চারটি বুরুজ রয়েছে। এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার।