পরিবার পরিকল্পনা অধিদফতরের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ অগ্নিকাণ্ডের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর মহাখালীতে পরিবার পরিকল্পনা অধিদফতরের কেন্দ্রীয় গুদামের আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো ধোঁয়া বের হতে দেখা গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রবিবার (৯ এপ্রিল) ভোর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনটিতে আর যেন আগুন না লাগে সেজন্য সকাল থেকে পানি দিয়েছেন। তবে দুপুর পর্যন্ত ধোঁয়া বের হতে দেখা গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
এর আগে, শনিবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে গুদামটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের কর্মীরা ডাম্পিংয়ের কাজ করছেন, আর পরিবার পরিকল্পনা অফিদফতরের কর্মকর্তারা ইনভেন্টরির কাজ করছেন। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক জাগো নিউজকে জানান, গুদামের ভেতর অনেক ওষুধ ও প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালানোর পর রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছবি : বিপ্লব দিক্ষিৎ