হাজারীবাগের ট্যানারির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন চলছে
হাজারীবাগের ট্যানারির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন চলছে। বিচ্ছিন্ন করার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
রাজধানীর হাজারীবাগের ট্যানারিগুলোর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু করেছে পরিবেশ অধিদফতর। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আদালতের নির্দেশনা অনুযায়ী শনিবার সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম চলছিল। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) রাইসুল আলম মণ্ডল জানান, রোববার দুপুরের মধ্যে কারখানাগুলোর সব সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আদালতের নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবারের মধ্যেই গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা ছিল। কিন্তু লোকবল সংকটের কারণে পরিবেশ অধিদফতর দু’দিন পর শনিবার সকাল থেকে সংযোগ বিচ্ছিন্নের অভিযান শুরু করে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সরেজমিন দেখা গেছে, পরিবেশ অধিদফতরের তত্ত্বাবধানে পরিচালিত সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রমে গ্যাস-বিদ্যুৎ লাইন কাটার পাশাপাশি মিটারও কারখানাগুলো থেকে নিয়ে যাওয়া হচ্ছে। এসব মালামাল জমা রাখা হবে ডেমরা-সারুলিয়ায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রমে অংশ নেয়া কর্মীরা জানান, হাজারীবাগে তিতাস গ্যাস কর্তৃপক্ষের চারটি টিম কাজ করছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ