৪০০ বছরের প্রাচীন ঐতিহাসিক আতিয়া মসজিদ
টাঙ্গাইলের ঐতিহাসিক আতিয়া মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লৌহজং নদীর পূর্বপাড়ে আতিয়া গ্রামে প্রায় ৪০০ বছরের প্রাচীন ইসলামি স্থাপনা আতিয়া মসজিদ।
-
বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নির্দশন এ আতিয়া মসজিদটি। ১৬০৮ থেকে ১৬১১ সালের মধ্যবর্তী কোনো এক সময়ে এ মসজিদটি সাঈদ খান পন্নী নির্মাণ করেন।
-
টাঙ্গাইলের আতিয়া মসজিদটি অতি সুপ্রাচীন নান্দনিক ইসলামি স্থাপনা।
-
মসজিদটি নির্মাণের পর ১৮৩৭ সালে রওশন খাতুন চৌধুরানী এবং ১৯০৯ সালে আবুল আহমেদ খান গজনবি এ মসজিদটি সংস্কার করেন।
-
এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতির মসজিদটির সামনের দিকে বারান্দার ওপর অপেক্ষাকৃত ছোট তিনটি গম্বুজ রয়েছে।