মাওয়া ঘাটের সুস্বাদু ইলিশ
মাওয়া ঘাটের সুস্বাদু ইলিশের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
মাওয়া ঘাটে সারাবছরই কম-বেশি সুস্বাদু ইলিশ পাওয়া যায়। ভ্রমণ পিপাসু ও রসনাবিলাসীরা এ ঘাট থেকে ইলিশ সংগ্রহ করেন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
মাওয়া ঘাটে এলে পদ্মার রুপালি ইলিশ আর পদ্মার বিশাল জলরাশির উন্মাদনা দেখা যাবে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
মাওয়া ঘাটের ইলিশের ওজনের সঙ্গে সঙ্গে দামটাও পাল্লা দিয়ে ওঠানামা করে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
রুপালি ইলিশ আলোর মাঝে চিকচিক করছে। দেখলে মন জুড়িয়ে যায়। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
ইলিশ মাছে বাঁকা করার জন্য সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। মাছ বাঁকা হলে ক্রেতারা বেশি আকৃষ্ট হন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
যাদের ইলিশ কেনার অভিজ্ঞতা নেই, তাদের অনেকেই সমস্যায় পড়েন ইলিশের দরদাম নিয়ে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
মাওয়া ঘাটের ছোট ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ইলিশের দাম পড়বে ৪০০ থেকে ৪৫০ টাকা আর ইলিশের ওজন যদি ৭০০ থেকে ৮০০ গ্রাম হয় তবে দাম পড়বে ৯০০ থেকে ১০০০ টাকা। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
আর যদি কোনোভাবে ইলিশের ওজন এক কেজি পার হয় তবে সেই ইলিশ দাম অনেক বেড়ে যায়। ১৫০০ থেকে ২০০০ টাকা দাম হাঁকিয়ে বসে থাকে বিক্রেতা। ছবি : রবিউল ইসলাম পলাশ