ইসলামের সুপ্রাচীন নিদর্শন দারাসবাড়ি মসজিদ
ইসলামের সুপ্রাচীন নিদর্শন দারাসবাড়ি মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও কোতয়ালী দরজার মধ্যবর্তী স্থানে অবস্থিত ওমরপুরে দারাসবাড়ি মসজিদ। এটি ৫৩৮ বছরের সুপ্রাচীন মুসলিম নিদর্শন।
-
এ মসজিদটি বাংলার প্রথম যুগের মুসলিম স্থাপত্য কীর্তির একটি উল্লেখযোগ্য নিদর্শন। স্থানীয় জনসাধারণ এই স্থানকে ‘দারসবাড়ি’ বলে থাকেন।
-
দারাসবাড়ি মসজিদটির অবস্থান ভারত-বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায়।
-
বর্তমানে জনশূন্য দারাসবাড়ি মসজিদটি ১৪৭৯ সালে সুলতান শামস উদ্দীন ইউসুফ শাহের আমলে নির্মিত হয়।
-
মসজিদের অভ্যন্তর দুই অংশে বিভক্ত। এর আয়তন ৯৯ ফুট ৫ ইঞ্চি দৈর্ঘ্য ও ৩৪ ফুট ৯ ইঞ্চি প্রস্থ। মসজিদের উপরে ৯টি গম্বুজের চিহ্ন দেখা যায়।