নীল আকাশে উড়ছে চিল
পাখিপ্রেমীদের পছন্দের তালিকায় চিল অন্যতম। উড়ন্ত চিলের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
চিল নিয়ে আমাদের চিরায়ত গ্রামবাংলায় অনেক গল্প-কাহিনি রয়েছে। এমনকী বাংলা সাহিত্যের কিশোর কবিখ্যাত সুকান্ত এ পাখি নিয়ে ‘চিল’ শীর্ষক একটি অসাধারণ কবিতা লিখেছেন। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
তবে সুকান্ত চিলকে তার কবিতায় রূপক অর্থে ব্যবহার করেছেন। ‘চিল’ কবিতায় তিনি লিছেন, ‘পথ চলতে চলতে হঠাৎ দেখালাম ফুটপাতে মরা এক চিল!’ ছবি : রবিউল ইসলাম পলাশ
-
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ চিলকে তার কবিতায় অনবদ্য ভঙ্গিমায় উপস্থাপন করেছেন। কবিতায় তিনি চিল নিয়ে লিখেছেন, ‘হায় চিল, সোনালী ডাঙার চিল’। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
সম্প্রতি চাঁদপুরের ষাটনল থেকে উড়ন্ত চিলের ছবি ক্যামেরাবন্দী করেছেন রবিউল ইসলাম পলাশ। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
চিল শুধু দেখতে সুন্দরই নয়, এটি পরিবেশের ভারসাম্যও রক্ষা করে। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
চিল শিকারী পাখি। এদের ডানাদুটি বেশ দীর্ঘ এবং পা দুর্বল ও খাটো। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
চিলের দৃষ্টিশক্তি খুবই প্রখর। শিকার খোঁজে এরা আকাশে ডানা স্থির রেখে চক্রাকারে ঘুরপাক খায়। ছবি : রবিউল ইসলাম পলাশ
-
চিল সাধারণত মৃত প্রাণি খায় না, তবে অনেক সময়ে এরা ক্ষুদ্র প্রাণিও শিকার করে। ছবি : রবিউল ইসলাম পলাশ