একনজরে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারা অন্দরমহল
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারা অন্দরমহলের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারটির ঠিকানা এখন বদলে গেছে। কেরানীগঞ্জে স্থানান্তরিত হওয়ায় এখানে এখন আর কোনো বন্দী থাকেন না। তবে বন্দীরা না থাকলেও তাদের কিছু স্মৃতিচিহ্ন এখনও কারা অভ্যন্তরে রয়ে গেছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
এখানেই শতবছর ধরে বন্দীরা বসবাস করতো। দেয়ালের গায়ে সেই ইতিহাস এখনো লেখা রয়েছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারটিকে এখন যাদুঘর বানানোর প্রক্রিয়া চলছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালি মুক্তির সংগ্রামের দুর্লভ কিছু ছবি নিয়ে আয়োজিত ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী আজ থেকে শুরু হয়েছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
এর নাম ‘আমদানী সেল’। এখানে নতুন বন্দীদের এনে রাখা হতো। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
কারা সেুলন, এসব এখন ইতিহাসের পাতায় ঠাঁই নিয়েছে। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
কারাগারের এই কক্ষে বসে বিচার করা হতো। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
এই চৌবাচ্চাটির পানিতে গোসল ও জামা-কাপড় ধোয়ার কাজ করা হত। ছবি : মনিরুজ্জামান উজ্জ্বল
-
‘ঘোড়া চেনা যায় ময়দানে, বন্ধু চেনা যায় নিদানে’ এরকমের অনেক বাণী লেখা রয়েছে কারাগারের দেয়ালে।