২৫ মার্চের গণহত্যা ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়
২৫ মার্চের গণহত্যা ইতিহাসের অবিচ্ছেদ্য অধ্যায়। ১৯৭১ সালের সংঘটিত এ ঘৃণ্য গণহত্যার ছবি নিয়ে এবারের অ্যালবাম সজানো হয়েছে।
-
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড চালায় ঘুমন্ত ঢাকাবাসীর ওপর। ছবি : সংগৃহীত
-
‘অপারেশন সার্চলাইট’ নামে পরিচালিত ওই অভিযান শুরুর আগে প্রতিটি বিদেশি সাংবাদিককে ঢাকা থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় প্রচারমাধ্যমের উপর কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়। ছবি : সংগৃহীত
-
২৫ মার্চ মধ্যরাতের পর ঢাকা মহানগরী মুহুর্মুহু তোপধ্বনিতে প্রকম্পিত হতে থাকে। সর্বত্র বোমা-বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে। টিক্কা খান বর্বর সামরিক শক্তি প্রয়োগ করে নির্মমভাবে গণবিদ্রোহ দমনে সচেষ্ট হয়। ছবি : সংগৃহীত
-
ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ হেড কোয়ার্টার, ইস্ট পাকিস্তান রাইফেলসের প্রধান কার্যালয় পিলখানা সেনা-অভিযানে বিধ্বস্ত হয়।
-
নিরস্ত্র মানুষের ওপর সেনাবাহিনী নির্বিচারে ভারী আর.আর.গান, স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে। ইকবাল হলকে তারা প্রধান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত করে। সেখানে প্রথম ধাক্কাতেই ২০০ ছাত্র নিহত হয়।
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত এ গণহত্যা বিশ্ববিকেকে হতবাক করে দিয়েছিল।
-
জীবনের ঝুঁকি নিয়ে কয়েকজন বিদেশি সাংবাদিক লুকিয়ে লুকিয়ে এই গণহত্যার ছবি তুলেছেন। তাদেরই একজন খ্যাতিমান সাংবাদিক সাইমন ড্রিং।