পানিতে জীবন যাদের
পানিতে বসবাস করা প্রাণি ছাড়াও জীবন জীবীকার প্রয়োজনে অনেক মানুষ কোনো না কোনোভাবে পানিতে বাস করে। আবার কারো কারো জীবনযাপন পানিকে ঘিরেই। এমন কিছু ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
অক্সিজেন গ্রহণ করার জন্য লাফ-ঝাফ করছে শুশুক। সম্প্রতি খুলনা রূপসা নদী থেকে এ ছবি তুলেছেন আলোকচিত্রী বিপ্লব দিক্ষিৎ
-
সাগরের পানিতে মাছ ধরে এবং মাছ বিক্রি করে জীবন চলে এসব জেলেদের। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নৌকা ও বাঁশের ভেলায় এসব মানুষের জীবন আবর্তিত। সকাল-সন্ধ্যা এসব মানুষের ব্যস্ত সময় কাটে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শুশুকের জন্ম ও বসবাস পানিতে হলেও মাঝে মধ্যে ডাঙার মানুষকে এভাবে দেখা দেয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
নদী জীবন। নদীর পাড়ের মানুষের পানির সঙ্গে এমন নিবিড় সম্পর্ক দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
পানি পথে মালামাল পরিবহন করছেন এই মাঝিরা। দিনের সিংহভাগ সময়ই তাদের পানির সঙ্গে কাটে। ছবি : বিপ্লব দিক্ষিৎ