থাই মেলায় কম দামে মজাদার ফল
থাই মেলায় সুলভ মুল্যে মজাদার ফল পাওয়া যাচ্ছে। এ মেলার ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
থাইল্যান্ডের সুস্বাদু ফল এখন হরহামেশাই মেলে। প্রায় হাতের নাগালেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘থাই পণ্য মেলা’য় সুলভ মূল্যে শ্যাম দেশের হরেক রকম ফল পাওয়া যাচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ফল কিনতে ক্রেতাদের ভিড়। বুধবার হোটেলের গ্র্যান্ড বলরুমে শুরু হওয়া চার দিনব্যাপী এ মেলার নাম ‘থাই উইক-২০১৭’। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মেলা ঘুরে দেখা যায়, বলরুমের বারান্দায় থাই ফলের রাজ্য! নানা ধরনের ফলে সাজানো বলরুম। এসব ফলের মূল্যও হাতের নাগালেই। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মেলায় ড্রাগন ফল বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি, রাম বোস্টর ফল ৮০০, থাই ডেয়ারা ৬০০, থাই আম ৬০০, ম্যাঙ্গো চেরি ৬০০, মিষ্টি তেঁতুল ৩০০, ডুরিয়ান ফল ৭০০, রকমিলন ফল ৬০০, ম্যাঙ্গো স্টিন ৬০০ ও লঙ্গান ফলের কেজি ৩০০ টাকা। ছবি : বিপ্লব দিক্ষিৎ