স্মৃতিময় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ
শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত হয়েছে। বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বাংলা মায়ের ছেলেদের আত্মদান কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। এ স্মৃতিসৌধের ছবি দেখলে গলা খুলে গাইতে ইচ্ছে করে ‘সব ক’টা জানালা খুলে দাও না...’। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
রাষ্ট্রীয় জাতীয় দিবসগুলোতে প্রাণের টানে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা এখানে ছুটে আসে। তারা হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করে লক্ষ শহীদের স্মৃতির প্রতি। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ একটি স্মৃতি স্মারক। এই স্মৃতিসৌধটি ঢাকার মোহাম্মদপুর থানার রায়েরবাজার এলাকায় অবস্থিত। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দেশের বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ব বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্মৃতিসৌধ দেখতে আসে। আসে দেশি-বিদেশি পর্যটকরাও। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
স্মৃতিসৌধটির নকশা করেছেন স্থপতি ফরিদ ইউ আহমেদ ও জামি আল শাফি। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সর্বোচ্চ সংখ্যক হত্যাকাণ্ড সংঘটিত হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ