কাঠের তৈরি নজরকাড়া মমিন মসজিদ
পিরোজপুরের কাঠের তৈরি দৃষ্টিনন্দন মমিন মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
দক্ষিণ-পূর্ব এশিয়ায় কাঠের তৈরি হস্তশিল্পসমৃদ্ধ দৃষ্টিনন্দন মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন পিরোজপুর জেলার ঐতিহ্যবাহী ‘মমিন মসজিদ’।
-
পুরো মসজিদটি নির্মাণে কাঠের কারুকাজ ও ক্যালিওগ্রাফি খচিত সামগ্রী ব্যবহার করা হয়েছে।
-
প্রতিটি কাঠের সংযোগ স্থাপনে লোহা বা তারকাটা ব্যবহার করা হয়নি। সৌন্দর্যবর্ধনে ব্যবহৃত হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক রঙ।
-
১৯১৩ সালে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বুড়িরচর গ্রামের অধিবাসী মমিন উদ্দিন আকন নিজ বাড়িতেই এ মসজিদের নির্মাণ কাজ শুরু করেন।
-
১৯২০ সালে এ মসজিদটির নির্মাণ কাজ সাত বছরে শেষ হয়। ২১ জন সুদক্ষ কারিগরের নিরলস পরিশ্রমের ফসল কাঠশিল্পের অনন্য নিদর্শন মমিন মসজিদ।