চোখজুড়ানো প্রবাজপুর শাহী মসজিদ
স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন প্রবাজপুর শাহী মসজিদ। চোখজুড়ানো এ মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
১১০৪ হিজরি ১৯ রমজান মোতাবেক ১৬৭৮ সালের ২ মে তৎকালীন দুলিহার পরগনায় প্রতিষ্ঠিত হয় প্রবাজপুর শাহী জামে মসজিদ।
-
সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে তার সেনাবাহিনীর নামাজের জন্য নির্মাণ করা হয় মসজিদটি। এক গম্বুজবিশিষ্ট মসজিদটি প্রাচীন স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন।
-
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটি জিনদের দ্বারা নির্মিত বলে কথিত থাকলেও এটি মূলত সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তার ফৌজদার নবাব নরুল্লাহ খাঁ এ মসজিদ নির্মাণে ৫০ বিঘা জমি দান করেন।
-
সম্রাট আওরঙ্গজেবের সুবেদার পরবাজ খাঁ সম্রাটের নির্দেশে এ মসজিদ নির্মাণ করেন বিধায় ওই গ্রাম ও মসজিদটি সুবেদার পরবাজ খাঁর নামানুসারে প্রবাজপুর শাহী মসজিদ হিসেবে নামকরণ করা হয়।
-
১৯৬৫ সালে কালিগঞ্জ উপজেলার মুকুন্দপুর গ্রামের আলহাজ সোহরাব আলী মসিজদটির সংস্কার করেন। সুলতানি আমলে নির্মিত প্রবাজপুর শাহী জামে মসজিদ একটি প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা, যা ইসলামি ঐতিহ্যের ধারক ও বাহক