রুদ্রকর জমিদার বাড়ি মঠ
শরীয়তপুর রুদ্রকর জমিদার বাড়ি মঠ এক অনন্য দর্শনীয় স্থান। এ মঠের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
শরীয়তপুর রুদ্রকর জমিদার বাড়ি মঠ। স্থাপত্যশৈলীর এক অপূর্ব প্রত্নতত্ত্ব নিদর্শন এ মঠ। ছবি : মো. ছগির হোসেন
-
জানা যায়, ইতিহাসে রুদ্রকর জমিদার বাড়ি মঠ হিসেবে পরিচিতি থাকলেও মূলত এটি একটি মন্দির। ছবি : মো. ছগির হোসেন
-
মন্দিরের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, রুদ্রকর এলাকার বাবু গুরুচরণ চক্রবর্তী নামের একজন হিন্দু ব্যক্তি ধাপে ধাপে এই মন্দিরটি নির্মাণ করেন। ছবি : মো. ছগির হোসেন
-
ধারণা করা হচ্ছে, মন্দিরটি নবাব আলীবর্দি খানের আমলের সময়ে (১৩০৫-১৩১৫ বঙ্গাব্দ) নির্মাণ করা হয়েছে। ছবি : মো. ছগির হোসেন
-
মা রাশমনি দেবীর সমাধিকে অমর করে রাখার জন্য তৎকালীন জমিদার বাবু গুরুচরণ চক্রবর্তী মন্দিটির নির্মাণ করেন। ছবি : মো. ছগির হোসেন
-
এতে রয়েছে একটি বড় শ্মশান মন্দির ও মন্দিরটির মূল উপাসনালয় কক্ষের সঙ্গে থাকা বারান্দার চার কোণায় চারটি ছোট মন্দির (মঠ)। ছবি : মো. ছগির হোসেন
-
মঠটির বিষয়ে রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী বলেন, সরকারিভাবে রুদ্রকর জমিদারবাড়িটি অতি দ্রুত সংস্কার প্রয়োজন। ছবি : মো. ছগির হোসেন