৩৬১ বছরের সুপ্রাচীন মির্জাপুর শাহী মসজিদ
পঞ্চগড়ের সুপ্রাচীন ঐতিহ্যবাহী মির্জাপুর শাহী মসজিদের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
মির্জাপুর শাহী মসজিদ। পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর নামক গ্রামে মসজিদটি অবস্থিত।
-
জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে অবস্থিত মির্জাপুর শাহী মসজিদটি মোগল আমলের সুপ্রাচীন নির্দশন।
-
প্রাচীন ঐতিহ্যবাহী মির্জাপুর শাহী মসজিদের নান্দনিক কারুকাজ। মসজিদটি লম্বায় ৪০ ফুট এবং চওড়ায় ২৫ ফুট।
-
মির্জাপুর শাহী মসজিদের নান্দনিক কারুকাজ সবার নজরকাড়ে। মসজিদের গাঁয়ে সাঁটানো ফার্সি ভাষার শিলালিপি প্রমাণ করে যে, ইরানি বা ফার্সিদের দ্বারা নির্মিত এ মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট।
-
মির্জাপুর শাহী মসজিদটি ৩৬১ বছরের সুপ্রাচীন স্থাপনা।
-
মির্জাপুর শাহী মসজিদটি ১৬৫৬ সালে নির্মাণ করা হয়েছে। তবে ১৬৭৯ সালে নির্মিত হাইকোর্ট সংলগ্ন মসজিদের সঙ্গে মির্জাপুর শাহী মসজিদের নির্মাণশৈলীর মিল রয়েছে।