দেশের সফল ৬ নারীর কথা
দেশের সফল ৬ নারীর আপন ভাবনা নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
বুশরা জাবিন : তিনি একজন জনপ্রিয় সংগীতশিল্পী। নারী দিবেস তিনি বলেন, ‘আমার কাছে নারী দিবস বলতে বিশেষ কোনো দিবস নেই। নারীদের জন্য প্রত্যেকটি দিনই সংগ্রামের।’
-
সাবিনা খাতুন : তিনি বাংলাদেশ নারী ফুটবল দলে অধিনায়ক। তিনি বলেন, ‘আমি মনে করি, একজন নারী যদি মন থেকে চায় তবে সে নিজেই প্রতিষ্ঠিত হতে পারবে।’
-
জেনিফার আলম : ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তিনি। তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা এখনো নারীদের ঠিক সেইভাবে সম্মান দিতে পারিনি। তাই আমাদের ঘটা করে নারী দিবস পালন করতে হয়।’
-
অর্চি রহমান : তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির লেকচারার। নারী দিবসে তার ভাবনা হচ্ছে, ‘আমার কাছে নারী দিবসের মানে সমাজের সবক্ষেত্রে নারীদের স্বতঃস্ফূর্ত এবং অগ্রণী ভূমিকাকে স্মরণ করে নেয়া।’
-
ডা. সম্পা রায় : তিনি গাজী মেডিকেল কলেজের লেকচারার। নারী দিবসকে নিয়ে তার ভাবনা হচ্ছে, ‘নারী আজ স্বয়ংসম্পূর্ণ। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে অফিস, হাসপাতাল, প্রশাসন সবক্ষেত্রেই নারী আজ এগিয়ে চলছে।’
-
সাবরিনা পারভিন খান : তিনি নিজল ক্রিয়েটিভের এইচআর অ্যান্ড অ্যাডমিন। তিনি বলেন, ‘আমার কাছে কেবল এক দিনই নারী দিবস নয়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাবার আগ পর্যন্ত তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।’