কেয়াজো-রি পর্বতে শাকিলদের অভিযান
কেয়াজো-রি পর্বতে শাকিলদের অভিযানের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল ও তার সতীর্থরা বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব থেকে প্রথমবারের মতো সুযোগ পেয়ে মাউন্ট কেয়াজো-রি অভিযানে গিয়েছিলেন।
-
পশ্চিমে থামে ভ্যালি আর পূর্বে গোকো ভ্যালি রেখে দক্ষিণ রিজের সবচেয়ে উঁচু শীর্ষবিন্দুটিই হচ্ছে মাউন্ড কেয়াজো-রি।
-
খুব বেশি পর্বতারোহীরা এখনো এখানে ভিড় করেননি।
-
ইকরামুল হাসান শাকিল ও তার সতীর্থ মাউন্ট কেয়াজো-রি-এর চূড়ায়।
-
মাউন্ট কেয়াজো-রি-এর চূড়ায় বাংলাদেশের পতাকা মেলে ধরেছেন ইকরামুল হাসান শাকিল।
-
তাবু তৈরি করেছেন পর্বতারোহীরা। তাদের দুচোখে পর্বত জয়ের নেশা।
-
পর্বতারোহীদের একেবারে চূড়ায়, মাথার খুব কাছে আকাশ। মাউন্ট কেয়াজো-রি-এর চূড়া জয়ের উল্লাসে মেতেছেন তারা।