কাঁঠালের মুকুল
আপডেট: ০২:২৪ পিএম, ১১ আগস্ট ২০১৭
দেশের বিভিন্ন স্থানে কাঁঠাল গাছে মুকুল ধরেছে। এ মুকুলের ছবি নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
কাঁঠাল গাছে প্রচুর পরিমাণে মুকুল ধরেছে। সম্প্রতি এ ছবিটি পাবনা সদরের নিয়ামতুল্লাহপুর গ্রাম থেকে ক্যামেরাবন্দি করেছেন রুহুল আমিন রয়েল।
-
আশা করা যাচ্ছে এবারের কাঁঠালের ভালো ফলন হবে। ছবি : রুহুল আমিন রয়েল
-
কাঁঠালের কচি এ মুকুল দিয়ে শিশু-কিশোররা অনেক সময় আচার বানিয়ে খায়। ছবি : রুহুল আমিন রয়েল
-
গরিবের আমিষ ও জাতীয় ফল কাঁঠালের মুকুলঝরা সমস্যাটি বড় সমস্যা। এর কারণে কাঁঠাল ঝরে পড়ায় ফলন মারাত্মক কমে যায়। ছবি : রুহুল আমিন রয়েল
-
মুকুল আসার সময় একটু সচেতন হলেই মুকুল ঝরা কমানো যায়। ছবি : রুহুল আমিন রয়েল