রাজধানী ঢাকা সম্পর্কে সাতটি মজার তথ্য
রাজধানী ঢাকা সম্পর্কে সাতটি মজার তথ্য নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
ক্রিকেট পাগল ঢাকা : বাংলাদেশের মানুষ ক্রিকেট বলতেই পাগল হয়ে যায়। ক্রিকেট পাগল এ দেশটির রাজধানীতে পাগলামিটা তাই একটু বেশি। ঢাকার অলিগলি, পার্ক, রাস্তাঘাট এমনকি বাড়ির ছাদেও খেলা হয় ক্রিকেট।
-
চায়ের প্রতি আসক্ত ঢাকা : বলতে গেলে রাস্তার মোড়ে মাড়েই রয়েছে চায়ের দোকান। মিষ্টি, দুধে ভরা গরম চা রাস্তার পাশে দাঁড়িয়ে পান করার মজাই আলাদা। পরিসংখ্যান বলছে, একজন রিকশাচালক নাকি প্রতিদিন গড়ে ২০ কাপ পর্যন্ত চা পান করেন।
-
রিকশা আর্ট গুরুত্বপূর্ণ ব্যবসা : যদিও ঢাকা শহরের অনেক বড় রাস্তায় এখন রিকশা চলায় নিষেধাজ্ঞা জারি হয়েছে, তবুও অলিগলিতে বাহন একটাই রিকশা। আর সেই রিকশায় দেখা যায় নানা রকম চিত্রশিল্প। এ সব যারা আঁকেন, তারাও বেশ ‘প্রফেশনাল’।
-
বড় সমস্যা যানজট : এশিয়ার অনেক বড় শহরেই যানজট বড় সময়ে। তবে ‘রাশ আওয়ার’, অর্থাৎ ব্যস্ত সময়ে যানজটের হিসেবে ঢাকার অবস্থা সম্ভবত সবচেয়ে খারাপ। তাই ঢাকায় ঘুরতে যাওয়ার আগে বিষয়টি মাথায় রাখবেন।
-
যে নদী কখনো ঘুমায় না : বুড়িগঙ্গা নদী হচ্ছে ঢাকার প্রাণশক্তি। পুরনো ঢাকার পাশ দিয়ে বয়ে চলা এই নদী দিনরাত ২৪ ঘণ্টাই ব্যস্ত থাকে। তবে দূষণের শিকার নদীটির অবস্থা ক্রমশ নাজুক হয়ে যাচ্ছে।
-
অসাধারণ সব বেকারি : যদিও ঢাকার মানুষ এখনো ব্রিটিশ ব্রেকফাস্ট কিংবা ইউরোপীয়দের মতো সকালের নাস্তায় তেমন অভ্যস্ত নয়, তবুও বেকারির অভাব নেই সেখানে। মিষ্টি জাতীয় কিছু খেতে চাইলে অনায়াসে ঢুঁ মারতে পারেন কোনো এক বেকারিতে।
-
প্রশান্তি চাইলে চলে যান বিশ্ববিদ্যালয় এলাকায় : ঢাকা শহরে কোলাহলমুক্ত জায়গা পাওয়া মুশকিল। পাওয়া যাবেই বা কীভাবে? ছোট্ট শহরটিতে যে এক কোটির বেশি মানুষের বাস। তবে একটা ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কিছুটা নিরিবিলি, কোলাহলমুক্ত পরিবেশ পাবেন সেখানে।