আখেরি মোনাজাতে ইজতেমার সমাপ্তি
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি হয়েছে। মোনাজাতের ছবি নিয়ে এবারের সাজানো হয়েছে।
-
আখেরি মোনাজাতে নাজাতের আশা পাওয়ার মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে। এ মোনাজাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
আল্লাহ তায়ালার কাছে ক্ষমা, বিশ্ব মুসলিম উম্মাহর ইহকালে হেদায়েত ও শান্তি প্রার্থনা, রহমত, মাগফেরাত, নাজাত, ঐক্য এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনায় শেষ হলো ৫২ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মোনাজাতে লাখো মুসল্লির গগন বিদারি কান্নায় প্রকম্পিত হয় তুরাগ তীর। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ইজতেমা ময়দানে দেশি-বিদেশি লাখো মুসল্লির অংশগ্রহণে রোববার বেলা ১১টা ১২ মিনিটে শুরু হয়ে ৩০ মিনিট স্থায়ী এ মোনাজাতে বিশ্ব মুসলিম মানবতার মুক্তি শান্তি ও নাজাত কামনা করা হয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
গুনাহ মাফ ও আত্মশুদ্ধির আশায় ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে কান্নার রোল পড়ে যায় তুরাগ তীরে। অশেষ মহিমায় আবেগাপুøত হন মুসল্লিরা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
অশ্রুসিক্ত নয়নে আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হন অনেক মুসল্লি। ছবি : বিপ্লব দিক্ষিৎ