চিড়িয়াখানার বিচিত্র প্রাণী
ঢাকা চিড়িয়াখানার কিছু বিচিত্র প্রাণী নিয়ে এবারের অ্যালবামের আয়োজন।
-
পেখম খুলে নাচছে ময়ূর। চিড়িয়াখানার দর্শনার্থীরা ময়ূরের নাচ দেখে ভীষণ মুগ্ধ হন। ছবি : মাহবুব আলম
-
ময়ূরের আপন ভুবন। রূপের ডালি নিয়ে বসেছে ময়ূর। এক পলক দেখলেই চোখ জুড়িয়ে যায়। ছবি : মাহবুব আলম
-
শুয়ে আছে বাঘ মামা। খাচায় আটকা থেকে বুঝি সে অনেকটা দুর্বল হয়ে গেছে। ছবি : মাহবুব আলম
-
খাচার ভেতর বানরের সঙ্গে দুষ্টুমিতে মেতেছে এক শিশু। ছবি : মাহবুব আলম
-
‘কাঠবিড়ালী কাঠবিড়ালী পেয়ারা তুমি খাও’-চিড়িয়াখানার এ কাঠবিড়ালীকে দেখে কবি নজরুলের এই বিখ্যাত কবিতার কথা মনে পড়ে যাবে। ছবি : মাহবুব আলম
-
খানাপিনায় ব্যস্ত বানর। রাজসিক ভঙ্গিতে পাউরুটি খাচ্ছে। ছবি : মাহবুব আলম
-
এই শীতের মাঝেও পানিতে ডুবে আছে আজব প্রাণীটি। ছবি : মাহবুব আলম