গাজীপুরের বকুল তলায় গ্রামীণ মেলা
গাজীপুরের শীতলক্ষ্যার তীরে বকুল তলায় গ্রামীণ মেলা নিয়ে এবারের অ্যালবাম সাজানো হয়েছে।
-
মাঘ মাসের চতুর্থ দিনে গাজীপুরের কালীগঞ্জবাসীর প্রত্যাশিত দিনটি আসে। এ সময় গাজীপুরের কালীগঞ্জের জনপদ উৎসবের আমেজে রঙিন হয়ে ওঠে।
-
মেলায় পুতুলের দোকানে ভিড় করছে ক্রেতারা।
-
দোকানিরা এ সময় মেলার মাঠে পসরা সাজিয়ে বসেছে। ভোর হতেই শিশু-কিশোররা শুরু করে ছোটাছুটি।
-
প্রায় দেড়শ’ বছরের পুরনো কালীগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা তীরে বকুল তলার এ গ্রামীণ মেলা।
-
শুরুতে মেলাটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য হলেও বর্তমানে তা সব ধর্মের মানুষের উৎসবে পরিণত হয়েছে।
-
সকালের কুয়াশা কাটতেই মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে ওঠে নানান বয়সী মানুষের পদচারণায়।
-
নাগরদোলায় চড়ছে শিশুরা।
-
১৫ দিনব্যাপী চলবে এ মেলা। তিলা, কদমা, নিমকি, শখের মিঠাই, চানাচুর, মাসের বোরা, খই, বাতাসা ও হরেক রকম খাবারের ঘ্রাণে ভারি হয় মেলার প্রান্তর।