ইসলামি ঐহিত্যের অনন্য স্থাপনা বায়তুল মোকাররম
আপডেট: ১১:০৬ এএম, ১৮ এপ্রিল ২০২১
ইসলামি ঐহিত্যের এক অনন্য প্রতীক বায়তুল মোকাররমের মসজিদের ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
স্থাপত্য শৈলীর দৃষ্টিনন্দন মসজিদ বায়তুল মোকাররম মসজিদ। এ মসজিদটি বাংলাদেশের জাতীয় মসজিদ। দেখতে অনেকটা পবিত্র কাবা শরিফের আকৃতিতে তৈরি।
-
আট তলাবিশিষ্ট মসজিদটির প্রধান কক্ষের ছাদের উপর গম্বুজের অনুপস্থিতি মসজিদ স্থাপত্যের একটি বিরল বৈশিষ্ট্য।
-
মসজিদের প্রধান কক্ষটি তিন দিক থেকে বারান্দা দিয়ে ঘেরা। মেহরাবটি অর্ধ-বৃত্তাকারের পরিবর্তে আয়তাকার।
-
মসজিদের ভেতরে নামাজ পড়ার দৃশ্য। আধুনিক স্থাপত্যে অল্প অলংকরণই এ মসজিদটির লক্ষণীয় বৈশিষ্ট্য, যা দেখতে অনেকটা পবিত্র কাবা শরিফের মতো।
-
বিশিষ্ট স্থপতি টি আব্দুল হুসেন থারিয়ানি মসজিদ কমপ্লেক্সটির নকশা প্রণয়ন করেন।
-
এ মসজিদে একসঙ্গে ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন।