রাজধানীতে সবজি মেলা
রাজধানীর খামারবাড়িতে সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে। এই মেলার ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
সবজির সবুজ রঙে সেজেছে রাজধানীর খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়াম প্রাঙ্গণ। দৃষ্টি আকর্ষণ করার মতো হরেক পদের সবজির সবুজ রঙ; ছুঁয়েছে বৈচিত্র্যতা। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
কোনো কোনো স্টলে বিক্রি হচ্ছে হরদম। আবার কিছু কিছু স্টলে কেবলই প্রদর্শনী। সবিজ মেলার আমেজ ছুঁয়েছিলো খামারবাড়ির সামনের রাস্তাতেও। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সবজি মেলা উপলক্ষে সাজানো হয়েছে নানা রকম ব্যানার ফেস্টুন। ঢাকায় দ্বিতীয়বারের মতো তিনব্যাপী সবজি মেলার প্রথমদিনের চিত্র ছিল অনেকটা এমন। ‘সুস্থ সবল স্বাস্থ্য চান, বেশি করে সবজি খান’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় সবজি মেলা-২০১৭’। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
সবজি চাষের বাহারি প্রদর্শনী। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দীন মিলকী অডিটরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘জাতীয় সবজি মেলা-২০১৭’ উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিশাল আকৃতির কুমড়া। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
মেলা ঘুরে দেখা গেছে, মেলায় শুধু সবজি নয়, সাজানো হয়েছে হরেক পদের পসরা। বেশ কয়েকটি স্টলে মধু বিক্রি হচ্ছে হরদম। রয়েছে অর্গানিক সবজির দোকান। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
দোকানীদের ভাষ্যমতে, কোনোপ্রকার কেমিক্যাল ব্যবহার ছাড়াই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত হয়েছে এসব সবজি। তাই দোকনগুলোতে সবজির কাটতিও বেশ। ফ্রেশ মার্টের স্টলে কথা হয় বিক্রয়কর্মী জেসমিন আক্তারের সঙ্গে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
তিনি বলেন, আমাদের সবগুলো সবজিই অর্গানিক প্রসেসে কৃষকের মাঠ থেকে সংগ্রহ করা। এখানে গোলবেগুন বিক্রি হচ্ছিল ৩০ টাকা কেজিতে। অফিস ফেরত কর্মজীবীদের এই দোকান থেকে ধনিয়াপতাও ক্রয় করতে দেখা গেছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ