৬৩ বছরের বাসিরন সমাপনী পরীক্ষায় পাস করেছে
মেহেরপুরের ৬৩ বছর বয়সী বাসিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৩ পেয়ে কৃতকার্য হয়েছেন।
-
মেহেরপুরের ৬৩ বছর বয়সী সেই বাসিরন নেছা প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৩ পেয়ে পাস করেছেন। পাস করতে পেরে তিনি অনেক খুশি।
-
এদিকে বাসিরন নেছার কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের খবর শুনেই জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু তাকে অভিনন্দন জানাতে বেলা আড়াইটার দিকে হোগলবাড়িয়া বাড়িতে মিষ্টি নিয়ে আসেন।
-
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাসিরন নেছা বলেন, আমার জীবনের স্বপ্ন ছিল লেখাপড়া শেখা। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ পূরণ হয়েছে।’
-
বাসিরন নেছা আরো বলেন, ‘এখন আমি হাইস্কুলে যাওয়ার নতুন স্বপ্ন দেখতে শুরু করেছি। আমি হাইস্কুলে যাবো; এ কথা ভাবতেই আনন্দে মাতোয়ারা হচ্ছি।’
-
বাসিরন নেছা সবার কাছে দোয়া চান, তিনি যেন ভালোভাবে লেখাপড়া চালিয়ে যেতে পারেন।