নগরীতে শীতের পিঠা বিক্রির ধুম
রাজধানীর কর্মব্যস্ত মানুষও শীতের পিঠা খেতে ভোলে না। তাবে তাদের অধিকাংশই ফুটপাথ কিংবা পিঠার দোকান থেকে এসব পিঠা সংগ্রহ করেন। শীতের পিঠা বিক্রির ছবি নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
নগরজীবনেও শীতল হাওয়া ও কুয়াশা মিলে শীতের আমেজ সৃষ্টি হয়েছে। আর এই আমেজকে ভিন্ন মাত্রা দিয়েছে শীতের পিঠা। শিতের পিঠা তৈরিতে ব্যস্ত এ পিঠা বিক্রেতা।
-
শিতের পিঠা খেতে সবাই লাইন ধরে দাঁড়িয়েছেন। ক্রেতাদের ভালো সমাগম হওয়ায় খুশি পিঠা বিক্রেতা।
-
শিতের পিঠা খেতে সবাই লাইন ধরে দাঁড়িয়েছেন। ক্রেতাদের ভালো সমাগম হওয়ায় খুশি পিঠা বিক্রেতা।
-
ফুটপাতের এসব দোকানে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা বেশি পাওয়া যায়।
-
শীতকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় বসেছে ভ্রাম্যমাণ পিঠার দোকান। মহাখালীর ব্র্যাক ইউনিভার্সিটির সামনে পিঠা বিক্রি করেন আনোয়ারা বেগম। তিনি বিক্রি করেন ভাপা ও চিতই পিঠা।
-
ধানমন্ডির পিঠা বিক্রেতা ইমন জানালেন, তিনি শীতের সময় শুধু পিঠা বিক্রি করেন। শীত চলে গেলে অন্য কাজ করেন। কারণ হিসেবে জানালেন, শীতের সময় পিঠা বিক্রিতে বেশি লাভ হয়।