শীতের অতিথি পাখির কলকাকলি
শীতের অতিথি পাখির কলকাকলি নিয়ে এই অ্যালবাম সজানো হয়েছে।
-
শীতের শুরুতে এ বছরও আসতে শুরু করেছে অতিথি পাখি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ ছবি তুলেছেন আলোকচিত্রী মাহবুব আলম।
-
এই পাখিও যেন এদেশের মানুষের আতিথেয়তার লোভে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে আসে। আমাদের দেশের জলাশয়ও যেন অতিথি পাখিদের জন্য অপেক্ষায় থাকে। ছবি : মাহবুব আলম
-
এরই মধ্যে হাওড়, বাওড়, বিল, দীঘি, লেকসহ অসংখ্য জলাশয় অতিথি পাখির আগমনে নতুন রূপে সেজে উঠেছে। এখন চারিদিক অতিথি পাখির কলতানে মুখর। ছবি : মাহবুব আলম
-
শীতের প্রকোপ থেকে বাঁচতেই এ পাখিরা ছুটে আসে এ দেশে। শীতপ্রধান দেশ রাশিয়ার সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীনের জিনিজিয়াং ও ভারত মহাসাগরে তীব্র শীত পড়ে এই সময়ে। ছবি : মাহবুব আলম
-
সেসব অঞ্চলে এ সময়ে তীব্র খাদ্যসংকট দেখা দেয়। একদিকে তুষারপাত অন্যদিকে খাদ্যসংকট- এ দুইয়ের কারণে পাখিদের জীবন প্রায় বিপন্ন হয়ে পড়ে। ছবি : মাহবুব আলম
-
তখন জীবন বাঁচানোর তাগিদে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে অপেক্ষাকৃত কম শীতের এই দেশটিকে অতিথি পাখিরা সাময়িক আবাসভূমি হিসেবে বেছে নেয়। ছবি : মাহবুব আলম
-
শীত শেষ হলে আবার তারা নিজেদের দেশে ফিরে যায়। ছবি : মাহবুব আলম
-
শীতের অতিথি পাখির মধ্যে উল্লেখযোগ্য হলো- খয়রা চখাচখি, বালিহাঁস, কার্লিউ, বুনোহাঁস, ছোট সারস, বড় সারস, কাদাখোঁচা, হেরন, নিশাচর ডুবুরি, চিতি প্রভৃতি। ছবি : মাহবুব আলম
-
ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি যখন বিচিত্র স্বরে ডাকতে ডাকতে আকাশে উড়ে বেড়ায়; তখন মন নিমেষেই প্রফুল্ল হয়ে যায়। জলাশয়গুলোতে অতিথি পাখির অনাবিল সৌন্দর্য দেখতে পাখিপ্রেমীরা ভিড় করে। ছবি : মাহবুব আলম