এ বিজয় চিরদিন
১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। বছর ঘুরে আবার এসেছে সে বিজয়ের দিন। তাই লাখো শহীদের স্মৃতির স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ও মুক্তিদ্ধের স্মৃতি স্তম্ভ নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
আজ মহান ১৬ ডিসেম্বর। গৌরবের বিজয়ের দিন। লাখো শহীদের রক্তস্নাত বিজয় আজকের এই দিনেই অর্জিত হয়েছিল। স্মৃতিসৌধে পত পত করে জাতীয় পতাকা উড়ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
৪৫ বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে নতুন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। স্মৃতিসৌদের কাছে গেলেই যেন সবাই ফিরে যাই সেই মহান একাত্তরে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
বিজয় উল্লাসে মেতেছে সবাই। সবার বুকে দেশকে ভালোবাসার দৃঢ় প্রত্যয়। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
ভাস্কর্যে মুক্তিযুদ্ধ। এসব ভাস্কর্য আমাদের নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাসের কথা প্রতিনিয়ত জানান দিচ্ছে। ছবি : বিপ্লব দিক্ষিৎ
-
জীবন দিয়ে হলেও আমরা এ পতাকার মান রাখবো। আসুন বিজয়ের দিনে আমরা সাবই এই শপথ নিই। ছবি : বিপ্লব দিক্ষিৎ