পতাকার ফেরিওয়ালা
দিন সপ্তাহ মাস বছর ঘুরে আবার এসেছে মহান বিজয় দিবস। প্রতিবছর বিজয়ের মাস এলে শহর, নগর ও বন্দরে ফেরিওয়ালারা পতাকা বিক্রি করেন। তাদের নিয়ে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
আজকের দিনশেষে উদিত হবে লাল-সবুজের সূর্য। আগামীকাল মহান বিজয় দিবস। বিজয়ের মাস এলে শহর, নগর ও বন্দরে ফেরিওয়ালারা পতাকা বিক্রি করে। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ
-
বিজয় দিবসকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষ বিভিন্নভাবে প্রস্তুতি নিতে থাকেন। পথে পথে পত পত করে ওড়ে লাল-সবুজের পতাকা। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ
-
পতাকা নিয়ে ছুটছেন পতাকার ফেরিওয়ালা। তাদের পতাকায় বিভিন্ন স্থাপনা সেজে ওঠে বিজয়ের রঙে। মানুষের পোশাকেও আসে পরিবর্তন। লাল-সবুজের রঙে সাজেন দেশপ্রেমিকরা। ছবি : মাহবুব আলম
-
ডিসেম্বর মাসকে কেন্দ্র করে লাল-সবুজের পতাকা নিয়ে শহরের অলি-গলি ঘুরে বেড়ান একদল মানুষ। যাদের আমরা বলি ‘পতাকার ফেরিওয়ালা’। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ
-
কথা হয় ভৈরবের নুরুল হকের সঙ্গে। বাড্ডার রত্নগর্ভা ফরিদা জামান স্কুল অ্যান্ড কলেজের সামনে পতাকা বিক্রি করছেন তিনি। কথা প্রসঙ্গে তিনি জাগো নিউজকে বলেন, ‘দেশের পতাকা বিক্রি করে আমি গর্বিত। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ
-
মাদারীপুরের শিবচর উপজেলার জয়নাল আবেদিন শুধু পতাকা বিক্রি করতে এসেছেন ঢাকায়। তিনি জানান, মাত্র ১০ দিন পতাকা বিক্রি করেন তিনি। বাকি সময় অন্য কাজ করেন। পতাকা বিক্রি করতে করতে শিবচর থেকে ঢাকায় চলে এসেছেন। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ
-
পতাকার ফেরিওয়ালার বাতাসে উড়ছে মুক্তির নিশান। ব্যাগে মাথার ব্যান্ডানা, হাতের ব্রেসলেট বা রিস্টব্যান্ড, কাগজের পতাকা ইত্যাদি। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ
-
এভাবে পতাকার ফেরিওয়ারা সকাল সন্ধ্যা পতাকা বিক্রি করছেন। ছবি : সালাহ উদ্দিন মাহমুদ