আমরা তোমাদের ভুলবো না
১৯৭১ সালে বিজয়ের পূর্ব মুহূর্তে এ জাতিকে মেধাহীন করার জন্য দেশের বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। তাদের স্মরণে এই অ্যালবাম সাজানো হয়েছে।
-
শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনীর চৌধুরী : ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর মুনীর চৌধুরীকে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী আল-বদর বাহিনী অপহরণ করে। সম্ভবত ঐদিনই তাকে হত্যা করে।
-
মোফাজ্জল হায়দার চৌধুরী : মননশীল প্রবন্ধকার, বাংলা ভাষা ও সাহিত্যের গবেষক, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে পাকিস্তান সেনাবাহিনী, রাজাকার ও আল-বদর বাহিনীর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অংশ হিসাবে তিনি অপহৃত ও পরে শহীদ হন।
-
সাংবাদিক সেলিনা পারভীন : ১৩ ডিসেম্বর, ১৯৭১ সাল। দেশ স্বাধীন হতে আর মাত্র তিন দিন বাকি। সে সময়ে সাংবাদিক সেলিনা পারভীন তখন বাস করতেন সিদ্ধেশ্বরীতে। স্বাধীনতার শত্রুরা সেখান থেকে তাকে ধরে নিয়ে হত্যা করে।
-
গোবিন্দচন্দ্র দেব : তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শনবিদ্যার একজন অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে বুদ্ধিজীবী ধ্বংস করার পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানি সৈন্যরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিককে হত্যা করেছিল।
-
জ্যোতির্ময় গুহঠাকুরতা : তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের খ্যাতনামা অধ্যাপক ছিলেন। ১৯৭১ সালে পাকিস্তানি সৈন্যরা তাদের পরাজয়ের একেবারে চূড়ান্ত মুহূর্তে এদেশি দোসরদের সাহায্যে তাকে বধ্যভূমিতে নিয়ে হত্যা করে।
-
সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন : ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও আল-বদর ও রাজাকার বাহিনীর সদস্যরা তাকে রাজধানীর চামেলীবাগের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।