মুক্তিযুদ্ধের চার অগ্রনায়ক
সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মোহাম্মদ মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান-এই চারটি নাম বাংলাদেশের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্রসম। তারা আমাদের ইতিহাসে জাতীয় চার নেতা হিসেবে ঠাঁই পেয়েছেন। তাদের ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা হয়তো সম্ভব না।
-
সৈয়দ নজরুল ইসলাম : মুক্তিযুদ্ধের সময় মুজিবনগরের অস্থায়ী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন।
-
তাজউদ্দীন আহমদ : বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ গাজীপুর জেলার কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় তিনি অসামান্য অবদান রেখেছেন।
-
মোহাম্মদ মনসুর আলী : তিনি সিরাজগঞ্জ জেলার রতনকান্দি ইউনিয়নের ‘কুড়িপাড়া’ গ্রামে ১৯১৯ সালের ১৬ জানুয়ারি জন্মগ্রহন করেন। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।
-
এএইচএম কামরুজ্জামান : তিনি ১৯৭১ সালের ১৭ এপ্রিল মুজিবনগরে স্বাধীন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
-
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ১৯৭১ এ স্বাধীন বাংলাদেশের জন্য অপরিসীম ভূমিকা রেখেছেন এই চারজন।